জীবনযাপন

ঢাকায় এটমী গ্লোবাল বিজনেস এর স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ

ঢাকার সেগুনবাগিচার কেন্দ্রীয় কচিকাঁচার মেলার হল রোমে এটমীর বাংলাদের প্রথম শেরনরোজ মাষ্টার এ আর আজাদ লিটন এর সভাপতিত্বে গতকাল শনিবার ১১ মার্চ সকাল ১০ টায় স্বাস্থ্য বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়।

ইউএস এর নিউটেশন বিশেষজ্ঞ ড. সিবেন্দ্র কুমার প্রধান বক্তা
হিসেবে উপস্থিত থেকে ন্যাচারালই জীবনের একমাত্র সুস্থ থাকার রাস্তা সেটা পরিষ্কার করলেন সেমিনারে সকল দর্শকদের অন্তরে।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হানিফ মাহমুদ সেল্স মাস্টার। মনোয়ার হোসেন রানা ডায়মন্ড মাষ্টার ও বদরুন্নেসা ববি নেটওয়ার্কার এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট নেটওয়ার্কার ডায়মন্ড মাষ্টার হারুণ উর রশিদ,এম এইচ রানা ডায়মন্ড মাষ্টার,আনিসুর রহমান রানা ডায়মন্ড মাস্টার, শওকত আকতার জিবন ডায়মন্ড মাস্টার, ডাইমন্ড মাস্টার সিনিয়র নেটওয়ার্কার শাহ জাহান সাজু,ইঞ্জিনিয়ার সায়েম আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুস সামাদ, সাংবাদিক-মানবাধিকারকর্মী এটমীর এজেন্ট মোঃ ছাবির উদ্দিন রাজু, সামসুল আরেফিন, আজিম ভূইয়া মোঃ জামাল হোসেন, মোঃ মামুন মিয়া,নিজাম উদ্দিন সরকার,সাংবাদিক আজিজুল হক, এছাড়া ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত দুই শতাদিক এটমীর ম্যাম্বারবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন এটমীর প্রথম স্লোগান অ্যাবসুলেট কোয়ালিটি, অ্যাবসুলেট লো প্রাইস প্রোডাক্ট সমূহ প্রতিটি রোগীর হাতে হাতে পৌঁছে দেওয়া উচিত, কেননা এটা ১০০% পিওর বিশ্বের সেরা পণ্য এবং দামেও কম।বক্তাগণ বলেন আমাদের প্রত্যেককে ন্যাচারাল এর দিগে ফিরে আসতে হবে, কেননা আমাদের দেহের সমস্ত সেল ন্যাচারাল থেকে খাদ্য গ্রহণ করে।এটমীর ন্যাচারাল খাবার বিশ্ববাসীকে সুস্বাস্থ্যময় করে গড়ে তুলবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *