‘প্রিয় মিস্টার ডি ভিলিয়ার্স,
প্রসঙ্গ: পদত্যাগ
অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি এ অবস্থায় আপনার পদত্যাগের অনুরোধ গ্রহণ করা যাচ্ছে না।
বিনীত
দক্ষিণ আফ্রিকা’
না, দক্ষিণ আফ্রিকা তো এভাবে চিঠি লিখতে পারে না। তবে টুইটারে এই চিঠি যা বলতে চাইছে, সে চিন্তাই খেলা করছে সব দক্ষিণ আফ্রিকানের মাথায়। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স! বিস্ময় কাটাতে পারছেন না অনেকেই। ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০-এর ওপর গড় ও ১০০-এর ওপর স্ট্রাইক রেট নিয়ে অবসরে গেছেন ডি ভিলিয়ার্স।
এমনই বিরল প্রতিভাধর আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স। তাঁর এমন বিদায়ে অবাক হয়েছেন ক্রিকেট-সংশ্লিষ্ট সবাই। সবাই টুইটারকে আশ্রয় করে বিদায় জানিয়েছেন এবিকে। দেখে নেওয়া যাক কে কী বলছেন প্রিয় এবিকে নিয়ে—
অ্যালান ডোনাল্ড
এবি ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার কথা শুনে ধাক্কা খেয়েছি। কিন্তু এটাই জীবন এবং ওর মনে হয়েছে এখনই সরে যাওয়ার সময়। তোমার অসাধারণ সব ম্যাচ জেতানো পারফরম্যান্স, দারুণ অধিনায়কত্ব এবং বিশেষ করে তোমার মানবিকতার জন্য ধন্যবাদ।
মাহেলা জয়াবর্ধনে
সেরাদের একজন! এবি শুভকামনা। অসাধারণ খেলোয়াড় কিন্তু সবার আগে অসাধারণ মানুষ।
মার্ক বাউচার
প্রোটিয়াদের হয়ে এই তরুণের প্রথম দিনটা আমার এখনো মনে আছে। সে কী দারুণ মানুষ, খেলোয়াড় ও অনুপ্রেরণায় পরিণত হয়েছে। এবি, তুমি দেশ, সতীর্থ ও ভক্তদের জন্য যা ছিলে এবং যা করেছ, তার জন্য ধন্য। #কিংবদন্তি
শচীন টেন্ডুলকার
মাঠের খেলার মতো মাঠের বাইরেও ৩৬০ ডিগ্রি সাফল্য পাও। তোমার অভাব সবাই অবশ্যই বোধ করবে। এবি, তোমার প্রতি আমার শুভকামনা।
শহীদ আফ্রিদি
আমার সবচেয়ে প্রার্থিত উইকেটের একটি। অধিকাংশ সময়ই তোমাকে আউট করা কঠিন চ্যালেঞ্জ ছিল। অসাধারণ এক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, এবি।
মাইকেল ভন
আন্তর্জাতিক ক্রিকেটের জন্য খুবই হতাশাজনক। কিন্তু আমি তিনটি সংস্করণই যেভাবে খেলতে চাইব, এবি ছিল তার অবিশ্বাস্য এক বিজ্ঞাপন। অসাধারণ অসাধারণ এক খেলোয়াড়। আমার দেখা সেরা তিন ক্রিকেটারের একজন।
হার্শা ভোগলে
আমি কিছুদিন আগেই একটা ব্লগে বলেছিলাম এবি ডি ভিলিয়ার্সই লারার যোগ্য উত্তরসূরি। সেও যদি জিজ্ঞেস করে, ‘আমি কি আনন্দ দিতে পেরেছি?’ তখন জোর চিৎকারে উত্তর আসবে, ‘হ্যাঁ, হ্যাঁ!’
লোকেশ রাহুল
‘ক্রিকেট খুব সহজ খেলা কেএল। তুমি এভাবে যত সময় রাখতে পারবে, খেলাটাও তোমাকে এর প্রতিদান দেবে।’ আমার যখন ২১ বছর, তখন এই মহান মানুষটা এই উপদেশ দিয়েছিল। তুমি সব সময় আমার প্রিয় ক্রিকেটার হয়ে থাকবে এবি ডি ভিলিয়ার্স। #ধন্যবাদ এবি