মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ
চিকিৎসকের উপর হামলা,হত্যা চেষ্টার ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে ভৈরবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক,নার্স ,কর্মকর্তা-কর্মচারীরা ঘন্টাব্যাপী মানববন্ধর কর্মসূচী পালন করেছে । জানাযায় গত ২ ডিসেম্বর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বপালনে হাসপাতাল সংলগ্ন পাশের বাড়িতে ফিরোজা বেগম নামে এক রোগীকে বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য চাপ দেন রোগীর স্বজন রিয়াজ ও মামুন সহ কয়েকজন । এ সময় জরুরী বিভাগের দায়িত্ব পালনকালে অন্য কোথাও যেয়ে চিকিৎসা সেবা দিতে অপরগতা জানালে কিচুক্ষণ পর রোগীর স্বজনরা রোগীকে জরুরী বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেসে রোগী মারা গেছে বলে জানালে রোগীর স্বজন রিয়াজ,মামুনসহ আরো অঞ্জাতনামা ৪/৫ জন চিকিৎসক ডাঃ মোঃ কামরুল হাসান ওয়াসিম এর উপর হামলা চালায়। এ সময় তার ডাক চিৎকারে অন্যান্য সহকর্মীরা এগিয়ে এসে তাকে রক্ষা করেন । এ ঘটনায় মামলা দায়ের করা হয় ।
মানববন্ধনে উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহম্মদ বলেন মামলা দায়ের করা হলেও আসামিরা এখনো গ্রেফতার হয়নি ।তাই দ্রুত
আগামী ৩ দিনের মধ্যে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান । তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন । এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ কিশোর কুমার ধর,এনডিসি ডাঃ জহির উদ্দীন প্রমূখ ।