সুজন মাহমুদ বিশেষ প্রতিনিধি: গত ০৪ ঠা মে ২০১৮ ইং রোজ সোমবার চাঁদপুর জেলার হাজীগঞ্জের রান্ধনীমূড়া গ্রামের বৈষ্টব বাড়ির দিঘীতে গোসল করতে গিয়ে ০৪ কিশোরের মৃত্যু হয়েছে। স্হানীয় বাসিন্দারা জানায় সোমবার বিকালে শিশু ০৪ জন ঐ দিঘীতে গোসল করে। সন্ধ্যা হয়ে গেলে শিশুরা বাড়িতে ফিরে না গেলে, তাদের অভিভাবকগন খোজাখুজি করিয়া না পেয়ে রাতে মাইকিং করে। সারারাত খোজাখুজি করিয়া সকালে ওযু করতে গিয়া দিঘীরপাড়ে ০৪ জনের মৃত্যুদেহ ভাসমান দেখতে পায় তাদের অভিভাবকগন। এদিকে একই বাড়ির ০৪ শিশু করুন মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম। এলাকাবাসী জানায় নিহত শিশুরা সবাই সাঁতার জানতো। নিহত শিশুর নাকে রক্ত ঝরা দেখে মনে হয়। কোন বিষাক্ত সাপ হয়তো দংশন করেছে। নিহত শিশুরা হল, শামীম (১৩) রাহুল(১২) উভয় পিতা ওয়াসিম। রায়হান(১৩) পিতা আহছান মিয়া,। লিয়ন(১২) পিতা নজরুল ইসলাম। সবার পরিবার ই দিনমজুর। এরমধ্যে রায়হান রান্ধুনিমূড়া সরকারী প্রাঃ বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র। খবর পেয়ে হাজীগঞ্জ থানার এস,আই জয়নাল আবেদিন মৃত্যুদেহ গুলোর সুরতাহাল রিপোর্ট তৈরী করেন। এমন করুন মৃত্যু দেখে প্রশাসন সহ এলাকার লোকজন সবাই আফসোস করেন।
Related Articles
ভৈরবে কাভার্ডভ্যান চাপায় ১ ব্যাক্তি নিহত
জয়নাল অাবেদীন রিটন: কিশোরগঞ্জের ভৈরবের জগন্নাথপুর এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে মোমতাজ হারবাল কোম্পানী একটি কভার্ডভ্যান উল্টে গেলে তার নিচে চাঁপা পরে জেলা এরিয়া ম্যানেজার পারভেজ মোল্লা (৩২) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।সে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আয়েরমারা গ্রামের মালেক মোল্লার ছেলে বলে পুলিশ জানায়। ঘটনার পরপর ড্রাইভার পালিয়ে যায়। ভৈরব হাইত্তয়ে থানার অফিসার ইনচার্জ […]
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন জাপান, অস্ট্রেলিয়া ও বসনিয়া
সমাধান ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও চেয়ারম্যান অব দ্য কাউন্সিল অব মিনিস্টার্স অব বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। ইহসানুল করিম জানান, পৃথক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন […]
শিক্ষা সফর ও আনন্দ ভ্রমন-২০১৯: ঐতিহাসিক উয়ারী-বটেশ্বর
মোশারফ হোসেন শ্যমল, বিশেষ প্রতিনিধি: ভৈরব কবিতা পাটের আসর ও চাকুরীজীবী কল্যান সংস্থা, ভৈরব এর আয়োজনে ঐতিহাসিক প্রাচীন নগরী উয়ারী-বটেশ্বর নরসিংদীতে শিক্ষা সফর ও আনন্দ ভ্রমন। মুহাম্মদ হাবিবুল্লাহ্ পাঠানের নিজ বাড়িতে অধ্যাপক দ্বীপক সাহার সভাপতিত্বে উয়ারী-বটেশ্বর এর গুরুত্ব ও ইতিহাস নিয়ে আলোচনা ও শিক্ষনীয় তথ্যাদি প্রদর্শন করা হয়। আলোচনা সভায় মুহাম্মদ হাবিবুল্লাহ্ পাঠান ঐতিহাসিক […]