জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:
র্যাব -১৪, ভৈরব ক্যাম্প কর্তৃক ২৫ কেজি গাঁজা ও একপি পিকআপ উদ্ধারসহ মামা ভাগিনা আটক হয়েছেন। আজ বিকেল চার ঘটিকায় তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধিন বুধন্তী বাজার এলাকা হইতে আটক করা হয়। আটককৃতরা হলো ব্রাহ্মণ বাড়িয়ার সরাইল থানাধিন পরমানন্দপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে কবির আহমেদ (৩৩), জামালপুর জেলার ইসলামপুর থানাধিন নাপ্তারচর ( মোড়াকান্দি) গ্রামের মৃত আজিজুল হকের ছেলে আব্দুল খালেক (৪০) ও সরাইল থানাধিন বড়ইছড়া গ্রামের আতিকুুল ইসলামের ছেলে মো ঃ আকাশ (১৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেব নাথ সঙ্গিয় ফোর্স নিয়ে উল্লেখিত এলাকায় অভিযান চালায়। এ সময় পুর্ব সংবাদপ্রাপ্ত পিকআপটি সামনে আসলে আটক করা হয়। আটককৃত পিকআপটি তল্লাশি করে এর ভেতরে অভিনব কায়দায় রক্ষিত ২৫ কেজি গাঁজা ও নগত ৩৫ হাজার ৮ শত টাকা উদ্ধারসহ পিকআপটি আটক করা হয়। এ ব্যপারে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।