দেশজুড়ে

কুলিয়ারচরে সাংবাদিক দের সাথে নবযোগদানকৃত  ওসি  ও পুলিশ পরিদর্শক( তদন্ত) মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নুরুন্নবী ভূঁইয়া কুলিয়ারচর, কিশোরগঞ্জ সংবাদদাতাঃঃ
কিশোরগঞ্জে কুরিয়ারচর থানায় অফিস কক্ষে গত
১৬/০৭/২০২০ ইং তারিখ রোজ বৃহস্পতিবার  দুপুর ১২ ঘটিকার সময় নবযোগদানকৃত  ওসি  ও পুলিশ পরিদর্শক( তদন্ত) স্থানীয় সাংবাদিক দের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন। উক্ত মত বিনিময় সভায় নবযোগদানকৃত ওসি এ.কে.এম.সুলতান মাহমুদ বলেন ওসি হিসাবে ৬তম কুলিয়ারচর থানায় ৯ জুলাই  যোগদান করি। আমি পিরিছপুর জেলা নাসিরপুর থানা,ঝালুকাটি জেলা,নলসিটি থানা ভুলা জেলা সদর থানা ও দক্ষিণ আইছা এবং তজিমদ্দিন থানা কর্তব্য দায়িত্ব পালনের জন্য ডি.আই.জি.অফিস থেকে বদলি করা হয় কুলিয়ারচর থানায়। আমি যেদিন কুলিয়ারচর থানায় যোগদান করি। সে দিন রোজা ছিলাম আজও রোজা আছি। আর আমি যেদিন চলে যাবো। সেদিনও রোজা রেখে যাবো।( ইনশাল্লাহ) আল্লাহ যেন সে তৌফিক দান করেন।তিনি আর ও বলেন সাংবাদিকরা হলো জাতির কর্ণদার। যাদের লিখনীতে দেশ বিদেশেতে খবর পৌছায়। আমি আপনাদের সহযোগীতা কামনা করি। আমার পক্ষ থেকে বস্থ নিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য আহবান রইল। আমি ও আমার অফিসার সহ যদি কোন দুর্নীতি কাজে লিপ্ত হয়, এমন কোনো তথ্য বা সংবাদ পান। তাহলে কাওকে ছাড় দেওয়া  হবেনা।আপনাদের সহযোগীতা পেলে সন্ত্র্যাসী চাঁদাবাজি চুরি ডাকাতি জোয়া মাদকসহ নানা অপকর্ম  কাজে লিপ্ত ব্যক্তিদের প্রতিহত করা সম্ভব। এই সময় উপস্থিত ছিলেন, নবনিযুক্ত পুলিশ পরিদর্শক (তদন্ত)  কাজী মোঃ মাহফুজ হাসান সিদ্দীকি বলেন, কুলিয়ারচর  থেকে সন্ত্র্যাসী  চুরি ডাকাত  জোয়া মাদকসহ নানা কুকর্ম কাজ দূর করার জন্য এক হয়ে কাজ করবেন বলে তিনি জানান।সাংবাদিকদের সাহযোগীতা একান্তভাবে কামনা করেন।এসময় উপস্থিত প্রিন্ট ইলেক্ট্রনিস ও অনলাইন মিডিয়া সাংবাদিকবৃন্দ নবনিযুক্ত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগতম জানান।
মোঃ নুরুন্নবী ভূঁইয়া কুলিয়ারচর, কিশোরগঞ্জ ( সংবাদদাতা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *