কুলিয়ারচর প্রতিনিধি, মোঃ কাজল মিয়াঃ
কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজার
হতে সয়া কিলোমিটার দুরে তিন ইউনিয়নের মাথায় দড়িগাঁও
শেষ সীমানার পূর্ব দিকে যাওয়ার রাস্তাটি প্রায় ২০০ শতাধিক
গ্রাম বাসী তাদের চলাচল । সর জমিনে কথা বলে জানা যায় তারা
প্রতিদিন সুয়া কিলোমিটার দুরে ডুমরাকান্দা বাজারে যায়
মানুষ, স্কুলে যায় শিক্ষাথী পার্শ্বে একটি ছোট বাজার আছে
যার নাম মোজরাই মোড় । এই রাস্তা দিয়ে রিক্সা ভ্যান মোটর
সাইকেল ও রোগীর গাড়ী চলাচল করে । সর্ব ক্ষেত্রেই অসুবিধা ।
বিশেষ করে দুর্ভোগ পোহাতে হয় রোগীর । সহজে রোগী এই
রাস্তা দিয়ে চলাচল করতে পারে ,রাস্তার এই করুন অবস্থার কারনে
গ্রামের জনগনের জন্য চরম পর্যায়ে এসে দাড়িয়েছে । জনগন
এ কস্ট অবস্থা থেকে মুক্তি চাই । যোগাযোগ ব্যবস্থা ভাল না
হওয়ায় এই এলাকার মানুষ ধান চাল ও মালামাল বাজারে নিতে কস্ট
হচ্ছে । এ ছাড়া সাধারন মানুষ অসুক বিসুক তো আছেই। এ
ব্যাপারে ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বল্লে বলে দুইবার
বাজেট হয় এই রাস্তা কাজের জন্য । কিন্তু বর্ষার পানির জন্য
বাজেট বাতিল হয়ে যায় । এই রাস্তাটি পশ্চিম মাথায় একটি
পুকুর আছে কিছু দিন পর পর পুকুরের মালিক সে রাস্তাটি
কোদাল দিয়ে পাড় কেটে পুকুরে ফেলে দিয়ে রাস্তাটি আরো
খারাপ করে দেয় । কেহ বাধা দিলে পুকুরের মালিক লাঠি সোটা
নিয়ে জনগনের উপর চড়াও হয়। এমতাবস্থায় প্রশাসনিক ব্যবস্থা
না নিলে যে কোন সময় দাঙ্গা হাঙ্গামা হয়ে যেতে পারে।