জসিম উদ্দিন: কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার সালুয়া ইউনিয়নের দ:সালুয়া গ্রামের কেনু মিয়ার জমি অনেক দিন যাবৎ জোরপূর্বক দখল করার পায়াতারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিয্ক্তুরা হলেন আঃ আউয়াল, মশু মিয়া, দুলাল মিয়া, বশির মিয়া, রহিম মিয়া গংরা কেনু মিয়ার সম্পত্তি জোরপূর্বক দখল করার পায়তারা করছে এবং সন্ত্রাসী কায়দায় ঘরবাড়ি ভাংচুর করে লুটপাট করে নিয়ে যায়, বাড়ির গাছপালাও কেটে নিয়ে যায় ব্যাপক ক্ষতি সাধন করে। এলাকার গন্যমান্য বাক্তিবর্গের মাধ্যমে মিমাংসা করে দেয়ার পরও তারা অত্যচার ও সন্ত্রাসী কার্যকলাপ করেই যাচ্ছে। এব্যাপারে থানা ও কোর্টে মাললা হয়, মামলা চলমান এবং একটি ৭ধারা মামলাও হয়, উক্ত ৭ধারা মামলায় বিবাদীগণ মোচলেকা দিয়ে আসার পরও তাদের সন্ত্রাসী কার্যকলাপ থেমে নেই, খুনের-খারাপির হুমকি দিয়ে যাচ্ছে অবিরত। এব্যাপারে আইন সহায়তা কেন্দ্র ও সিএনএন বাংলা টিভির প্রতিনিধি কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বললে তিনি উক্ত ঘটনার কথা সত্যতা স্বীকার করেন। একই সাথে স্থানীয় চেয়ারম্যান এর সাথে কথা বললে তিনি জানান আমি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে একাধিক বার মীমাংসা করলেও বিবাদীগন সালিসের সিদ্ধান্ত অমান্য করে। অভিযুক্ত আ: আউয়াল এর সাথে মুটোফোনে কথা বললে, তিনি প্রশাসন ও বর্তমান চেয়াম্যান এর কাছে কোন সু-বিচার পায়নি।