অপরাধ

কুলিয়ারচরে ইউপি নির্বাচনী সহিংসতায় পুলিশের গুলিতে আহত দেলুয়ার হাসপাতালে মারা গেছে

মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগন্জের কুলিয়ারচরে ইউপি নির্বাচনী সহিংসতায় পুলিশের গুলিতে আহত দেলুয়ার (৩৬) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে মারা গেছে। নিহত দেলুয়ারের বাবার নাম মোঃ ইব্রাহিম এবং তার বাড়ী কুলিয়ারচরের পশ্চিম গোবরিয়া আবদুল্লাহপুর গ্রামে। গত ২৮ নভেম্বর রোববার কুলিয়ারচরে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন দেলুয়ার ছাড়াও আরও তিনজন পুলিশের গুলিতে আহত হয়। তারা হলো রানা (৩৫) , সাব্বির (১৭) ও আনোয়ার (২৮)। এরা বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।গত রোববার কুলিয়ারচর ইউপি নির্বাচনে দক্ষিণ গোবরিয়া আবদুল্লাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্য সংঘর্ষ বাঁধলে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এসময় দেলুয়ারসহ ৪ জন গুলিবিদ্ধ হয়। পরে গুরুতর আহত দেলুয়ারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আজ ঢাকার হেলথ কেয়ার হাসপাতালে সে মারা যায়।নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলাম জানান, নিহত দেলুয়ার আমার কর্মী ছিল। নৌকার প্রার্থী এনামুল হক ( আবুবাকার) এর কর্মীরা জোর করে ভোট ছাপাতে চাইলে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় পুলিশের গুলিতে সে গুরুতর আহত হয়ে আজ হাসপাতালে মারা যায়।কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান, ঘটনার দিন ওই কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষ বাঁধলে পরিস্থিতি শান্ত করতে পুলিশ গুলি করতে বাধ্য হয়। এদিন দেলুয়ার আহত হয়েছে জানতাম কিন্ত মারা গেছে এখবর এখনও পায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *