জাতীয়

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট সহসড়কে (নিউ টাউন মোড়) বাসের চাপায় এক ব্যক্তির মৃত্যু

মো: শাহনূর, ভৈরব প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নিউটাউন মোড়ে উল্টো পথে চলা মরিচখালী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় আশরাফুল আলম মিলন নামে ৩৫ বছর বয়সী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম মারকিউস পাম্প কোম্পানীর ভৈরব অফিসের ম্যানেজার ছিলেন। সে বরিশাল জেলার মুলাদি উপজেলার চরলক্ষীপুর গ্রামের শাহ আলমের ছেলে।
ঘটনার পরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় ভৈরব থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধারসহ যাত্রীবাহি বাস ও বাসের চালক বাছির (৪০) কে আটক করে থানায় নিয়ে আসে। চালক বাছির কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বড়চর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
এ ঘটনার কিছুক্ষণ পর একই স্থানে সিলেটগামী রূপসী বাংলা নামক অপর একটি যাত্রীবাহী উল্টো পথে যেতে দেখে স্থানীয়রা বাসটিকে ভাংচুর করে। এসময় বাসে থাকা ৩ যাত্রী আহত হয় বলে খবর পাওয়া গেছে।

ভৈরব থানার এসআই এম জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে জানান, বাস চালক বাছির উল্টো পথে গিয়ে ওই যুবককে চাপা দিয়ে হত্যা করে। চালকের দোষে এ ঘটনা ঘটেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *