মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্): ডি.এম.পি. ওয়ারী (ডিবি পুলিশ) বিভাগের জোনাল টিমরে পুলিশ পরিদর্শক মোঃ শাহাবুদ্দিন আজাদ পি.পি.এম. এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ রোকনুজ্জামান, এস.আই মোঃ মামুনুর রশীদ তোকদার, এস.আই মোঃ রফিকুল ইসলাম ও এ.এস আই গোলক চন্দ্র সরকার এক মাদক বিরাধেী অভিযান চালিয়ে ডিএমপি পল্টন মডেল থানাধীন রুপায়ন তাজ টাওয়ারের সামনে থেকে মোঃ ইব্রাহিম ওরফে নইশা (১৫), রাজু ওরফে আজবর মন্ডল কে আটক করে তাহাদরে দেহ তল্লাশী করতঃ নইশার পায়জামার পকেট থেকে ৪শ এবং রাজুর দেহ তল্লাশী করে তার প্যান্টের পকেট থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করতঃ মোট ৪শত ৫০টি ইয়াবা সহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পল্টন মডলে থানায় মামলা নং-১৪ তারিখ- ১৮/০৫/২২ দায়ের করা হয়েছে বলে পুলিশের সংশ্লিষ্ট র্কমর্কতা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ডট কম এর ব্যবস্থাপনা পরচিালক, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত লেখক-কবি ও কলামিষ্ট মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান।
Related Articles
ওয়ারীতে ১ কেজি গাজা সহ ১জন গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্): ডিএমপি, ওয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে এস.আই মোঃ আসাদুজ্জামান ও এএসআই মোঃ শওকত আলী থানাধীন ৮৭ নং আর কে মিশন রোড এলাকা থেকে ১ কেজি গাজা সহ মোঃ সোহেল (৪২) কে গ্রেফতার করেছে। এব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা নং-১১(৭)২১ ইং দায়ের করা হয়েছে। এস.আই […]
মতিঝিলে শতাধিক ইয়াবাসহ একজন গ্রেফতার
মোঃ লুৎফররহমান (খাজাশাহ্): ডিএমপি মতিঝিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত খানের নেতৃত্বে এস.আই কৃষ্ণ দাস বৈরাগী, এস.আই মোঃ মুরাদ হোসেন, এস.আইবি.এম রাজিবুল হাসান ও এ.এস.আই মোঃ জাহাঙ্গীর আলম এক মাদক বিরোধী অভিযান চালিয়ে থানাধীন ফকিরা পুলের গরম পানির গলি থেকে ১শ ৫টি ইয়াবাসহ মোঃ কাউসার আহমেদ ওরফে আলমগীর (৩৮) কে গ্রেফতার করেছে। এ ব্যাপারে […]
ভৈরবের কালীপুরে মাদকের বিরুদ্ধে কথা বলায় সন্ত্রাসী হামলায় আহত ৩ জন
সমাধান ডেস্ক: ভৈরব পৌর এলাকার চিহ্নিত মাদক কারবারি ও পুলিশের কথিত সোর্স গোলাপ গংদের হামলায় আহত হয়েছেন ৩ ব্যাক্তি। ভোক্ত ভোগী আলামিন মিয়ার লিখিত অভিযোগে জানা যায় কালীপুর ১২ নং ওয়ার্ডের চিহ্নিত মাদক ব্যবসায়ী মৃত ইসমাঈল মিয়ার পুত্র গোলাপ মিয়া গং দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদকের রমরমা ব্যাবসা পরিচালনা করে আসছে যার ফলে যুব সমাজ […]