আন্তর্জাতিক ডেস্ক : চীনে উইঘুর মুসলমানদের গণ-আটকে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংগঠনটি ‘সন্ত্রাসবিরোধী অভিযানের অজুহাতে’ যাদেরকে আটক করা হয়েছে তাদের মুক্তি দাবি করেছে।
জাতিসংঘ সম্প্রতি জানতে পেরেছে যে, চীনের জিনজিয়াং প্রদেশে ‘পুনরায় শিক্ষা শিবিরে’ প্রায় ১০ লাখ মুসলমান উইঘুরকে আটকে রাখা হয়েছে। তারপর তারা উদ্বেগ প্রকাশ করে উইঘুরদের মুক্তির এ দাবি জানায়।
তবে বেইজিং জাতিসংঘের এ অভিযোগ অস্বীকার করেছে। তবে কিছু ধর্মীয় চরমপন্থিকে পুনরায় শিক্ষাদানের জন্য আটকের কথা স্বীকার করেছে।
চীন জিনজিয়াং প্রদেশে অস্থিরতার জন্য ইসলামি জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে।
চলতি মাসের শুরুর দিকে এক পর্যালোচনায় জাতিসংঘের জাতিগত বিভেদ নিরসন কমিটির সদস্যরা জানান, তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে যে, বেইজিং স্বায়ত্তশাসিত উইঘুর অঞ্চলকে এমন কিছুতে রূপান্তর করেছে যা একটি বিশাল বন্দিশিবির।
তথ্য : বিবিসি